দিরিপোর্ট২৪ প্রতিবেদক : বিদ্যুতের লোডশেডিং কমাতে অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। একইসঙ্গে বাস্তবায়নাধীন প্রকল্পগুলো দ্রুত সম্পন্ন করারও সুপারিশ করা হয়েছে।

জাতীয় সংসদে অনুষ্ঠিত কমিটির ৬৪তম বৈঠকে বৃহস্পতিবার এসব সুপারিশ করা হয়।

অধ্যাপক মো. আলী আশরাফের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য আলহাজ মো. দবিরুল ইসলাম, শামসুর রহমান শরীফ, রাশেদা বেগম হীরা, বি এম মোজাম্মেল হক এবং খালিদ মাহমুদ চৌধুরী অংশ নেন।

বৈঠকে বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতির ওপর আলোচনা হয়। এ সময় মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০১৩ সালের অক্টোবর পর্যন্ত নতুন ৫৭টি বিদ্যুৎকেন্দ্র কমিশনিং হয়েছে যার মোট ক্ষমতা ৪ হাজার ৪৩২ মেগাওয়াট। এছাড়া ৬ হাজার ৪১৯ মেগাওয়াট ক্ষমতার আরো ৩২টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণাধীন রয়েছে।

বর্তমানে দেশে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৯ হাজার ৭১৩ মেগাওয়াট। নভেম্বরের মাঝামাঝিতে ১০ হাজার মেগাওয়াটে উন্নীত হবে বলে বৈঠকে জানানো হয়।

(দিরিপোর্ট২৪/রাজু/এসকে/ এমডি/অক্টোবর ২৪, ২০১৩)