দ্য রিপোর্ট ডেস্ক : নিউইয়র্কে ভারতের এক সিনিয়র কূটনৈতিকের আটকের ঘটনায় মার্কিন রাষ্ট্রদূত ন্যান্সি পাওয়েলকে তলব করেছে দেশটির সরকার। খবর টাইমস অফ ইন্ডিয়ার।

ভারতের কূটনৈতিকের প্রতি মার্কিন কর্তৃপক্ষের ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ এই আচরণের জন্য ‘মনক্ষুণ্নতা’ প্রকাশ করতে দেশটির পররাষ্ট্র সচিব সুজাতা সিং শুক্রবার মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেন।

এর আগে বৃহস্পতিবার যুক্তরাষ্টের নিউইয়র্ক শহরের একটি রাস্তায় ভারতের সহকারী কূটনৈতিক দেবিয়ানী খোবরাগেডকে ভিসা জালিয়াতির অভিযোগে আটক করে নিউইয়র্ক পুলিশ। তবে ২ লাখ ৫০ হাজার ডলারের জরিমানা দেওয়ার পর তাকে ছেড়ে দেয় মার্কিন কর্তৃপক্ষ।

(দ্য রিপোর্ট/এআইএম/এমডি/ডিসেম্বর ১৩, ২০১৩)