সমতায় শেষ টোয়েন্টি২০ সিরিজ
দ্য রিপোর্ট ডেস্ক : সমতা দিয়ে শেষ হয়েছে শ্রীলঙ্কা ও পাকিস্তানের মধ্যকার টোয়েন্টি২০ সিরিজ। অলরাউন্ড নৈপুণ্য প্রদর্শন করে দ্বিতীয় ও শেষ ম্যাচে লঙ্কানরা ২৪ রানে হারিয়েছে পাকিস্তানকে।
নিরপেক্ষ ভেন্যু দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানি বোলারদের তুলোধুনা করে শ্রীলঙ্কা। নির্ধারিত ওভারে ৩ উইকেট হারিয়ে ২১১ রান তোলে তারা।
রানআউট হওয়ার আগে উদ্বোধনী ব্যাটসম্যান কুশল পেরেরা করেন ৮৪ রান। ৫টি চার ও ৪টি ছয় দিয়ে নিজের ইনিংস সাজান তিনি। এছাড়া ২ সাবেক অধিনায়ক তিলকারত্নে দিলশান ৪৮ ও কুমার সাঙ্গাকারা অপরাজিত ৪৪ রান করেন।
বড় স্কোর তাড়া করতে নেমে জয়ের বন্দরে পৌঁছাতে না পারলেও দারুণ খেলে পাকিস্তান। শারজিল খান ৫০, সোহাইল তানভির ৪১, শহীদ আফ্রিদি ২৮ ও সাঈদ আজমল ২০ রান করেন। তাদের দায়িত্বশীল ব্যাটিংয়ে গুটিয়ে যাওয়ার আগে ১৮৭ রান করে পাকিস্তান।
সচিত্র সেনানায়েকে ৩টি এবং কুলাসেকারা, প্রসন্ন ও থিসারা পেরেরা নেন একটি করে উইকেট। এর মধ্যদিয়ে ২ ম্যাচের সিরিজ শেষ হলো ১-১ সমতা দিয়ে।
সংক্ষিপ্ত স্কোর :
শ্রীলঙ্কা : ২১১/৩; ওভার ২০ (কুশল ৮৪, দিলশান ৪৮, সাঙ্গাকারা ৪৪*; আজমল ২/২৫)
পাকিস্তান : ১৮৭; ওভার ১৯.২ (শারজিল ৫০, তানভির ৪১, আফ্রিদি ২৮; সচিত্র ৩/২৭, কুলাসেকারা ২/২৩)
ফল : শ্রীলঙ্কা ২৪ রানে জয়ী
ম্যাচ সেরা : কুলশ পেরেরা (শ্রীলঙ্কা)
সিরিজ সেরা : শহীদ আফ্রিদি
(দ্য রিপোর্ট/সিজি/এমএআর/ডিসেম্বর ১৪, ২০১৩)