পাকিস্তানে পোলিও কর্মসূচিতে হামলা, নিহত ৩
দ্য রিপোর্ট ডেস্ক : পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে পোলিও কর্মসূচিতে নিয়োজিতদের ওপর বন্দুকধারীদের হামলায় দুই পুলিশ নিহত হয়েছে। অপর আরেকটি হামলায় পেশাওয়ারে বন্দুকধারীদের গুলিতে এক পোলিওকর্মী নিহত হয়েছে। খবর বিবিসির।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পোলিও কর্মীদের একটি দলের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত দুই পুলিশ কর্মকর্তা মোটর সাইকেলে চড়ে সোয়াবি শহর থেকে টোপিতে যাচ্ছিলেন। পথিমধ্যে তারা বন্দুকধারীদের হামলার শিকার হন।
অন্যদিকে, পেশাওয়ারে বন্দুকধারীদের গুলিতে এক পোলিওকর্মী নিহত হয়েছে।
এ পর্যন্ত কোনো দলই শুক্রবারের এ হামলার দায় স্বীকার করেনি।
পাকিস্তানে প্রায়ই পোলিও নির্মূল কর্মসূচিতে নিয়োজিত কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে।
অনেকদিন ধরেই দেশটির তালেবানরা পোলিও টিকাদান কর্মসূচির বিরোধিতা করে আসছে। তাদের অভিযোগ, পোলিও প্রচারাভিযানকর্মীরা পশ্চিমাদের গুপ্তচর হিসেবে কাজ করছে।
(দ্য রিপোর্ট/আদসি/এসকে/ডিসেম্বর ১৪, ২০১৩)