দ্য রিপোর্ট ডেস্ক : ইরাকের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর মুকদাদিয়ায় শুক্রবার মুখোশধারী বন্দুকধারীদের হামলায় ১৮ জন শ্রমিক নিহত ও আটজন আহত হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনায় নিহত ওই তেল-গ্যাস শ্রমিকদের অধিকাংশই ইরানের নাগরিক। খবর রয়টার্সের। 

কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় নিহত ১৮ জনের মধ্যে ১৫ জন ইরান ও তিনজন ইরাকের নাগরিক। এছাড়া এ ঘটনায় আরও আটজন আহত হয়েছে।

আহত হওয়া শ্রমিক ইব্রাহেম আজিজ জানিয়েছেন, হামলাকারীরা তিনটি গাড়িতে করে হামলা চালিয়ে দ্রুত পালিয়ে যায়। তিনি বলেন, ‘হামলার সময় আমি ও আমার সহকর্মী পাইপলাইনের জন্য গর্ত খুঁড়ছিলাম।’

আজিজ জানান, তিনজন হামলাকারী গাড়ি থেকে নেমে গর্তের ভেতরে ও বাইরে শ্রমিকদের ওপর এলোপাথারি গুলি ছোঁড়ে।

এখন পর্যন্ত কোনো দলই এ হামলার দায় স্বীকার করেনি। তবে কর্মকর্তারা বলছেন, হামলার ধরন থেকে মনে হচ্ছে আল-কায়েদার সহযোগী কোনো সংগঠন এই হামলা চালিয়েছে।

গত জুলাইয়ে ইরান একটি চুক্তির আওতায় বাগদাদ ও দায়ালা প্রদেশে বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানির পাইপলাইন বসাচ্ছে ও গ্যাস আমদানি করছে।

(দ্য ‍রিপোর্ট/আদসি/এসকে/ডিসেম্বর ১৪, ২০১৩)