১৪ ডিসেম্বর সিরাজগঞ্জ মুক্ত দিবস
সিরাজগঞ্জ সংবাদদাতা : ১৪ ডিসেম্বর সিরাজগঞ্জ মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে হানাদার মুক্ত হয় সিরাজগঞ্জ। জেলার অকুতোভয় মুক্তিযোদ্ধারা পাক হানাদার বাহিনীকে বিতাড়িত করে সিরাজগঞ্জ শহরে উত্তোলন করেন স্বাধীন বাংলাদেশের পতাকা।
১৬ অক্টোবর জেলার ভাটপিয়ারীতে পাক হানাদারদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের সরাসরি যুদ্ধ শুরু হয়। ওই যুদ্ধে আমিনুল ইসলাম চৌধুরীসহ তিনজন মুক্তিযোদ্ধা আহত হন।
১১ ডিসেম্বর শৈলাবাড়ীতে শুরু হয় সিরাজগঞ্জ দখলের চূড়ান্ত যুদ্ধ। এ যুদ্ধে চারজন মুক্তিযোদ্ধা আহত ও বেশ কয়েকজন পাক সেনা নিহত হয়। এক পর্যায়ে পাক হানাদার বাহিনী পিছু হটে। ১৩ ডিসেম্বর গভীর রাতে পাক হানাদাররা ট্রেনযোগে ঈশ্বরদীতে পালিয়ে যায়।
১৩ ডিসেম্বর ভোররাতে মুক্তিযোদ্ধারা তিনদিক থেকে সিরাজগঞ্জ শহর ঘিরে ফেলেন। সড়ক ও নৌপথের যোগাযোগ সম্পূর্নভাবে মুক্তিযোদ্ধাদের নিয়ন্ত্রণে চলে আসে। ১৪ ডিসেম্বর সকালে বিজয়ী মুক্তিযোদ্ধারা সিরাজগঞ্জ শহরে প্রবেশ করেন।
১৪ ডিসেম্বর সকাল ১০টার দিকে সিরাজগঞ্জ কলেজের গুঁড়িয়ে দেওয়া শহীদ মিনার চত্বরে আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়।
(দ্য রিপোর্ট/ আরকে/ কেএন/ এমডি/ ডিসেম্বর ১৪, ২০১৩)