মৌলভীবাজার সংবাদদাতা : ভারতীয় গ্রামবাসীর হাতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। ভারতের সমরুরপাড় এলাকায় শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী শরিফপুর ইউনিয়নের সঞ্জবপুরের বেরীরপাড় গ্রামের মাজিদ আলী (৪৫) ও নজর আলী (২৫)।

শরিফপুর ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন চিনু জানান, মাজিদ আলী ও নজর আলী বাংলাদেশের সীমানা মনু নদী পার হয়ে ভারতের সমরুরপাড় এলাকায় প্রবেশ করেন। সেখানে যাওয়ার পর ভারতীয় গ্রামবাসী চোর সন্দেহে তাদের গণপিটুনি দেয়। পরে গুরুতর অবস্থায় তাদের ভারতের কৈলাশহর হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

১৪ বিজিবি ব্যাটালিয়নের মেজর ইকবাল আক্তার জানান, তিনি ইউপি চেয়ারম্যানের কাছে ঘটনাটি শুনেছেন। বিষয়টি নিশ্চিত হতে বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। নিশ্চিত হলে লাশ ফেরত আনতে পতাকা বৈঠকের আহবান করা হবে।

(দ্য রিপোর্ট/টিএফ/এমএআর/ডিসেম্বর ১৪, ২০১৩)