দ্য রিপোর্ট ডেস্ক : মাত্র চার বছর বয়সেই এক অভাবনীয় রেকর্ড গড়েছে শেরউইন সারাবি। আইকিউ-তে ১৬০ স্কোর পেয়ে আলবার্ট আইনস্টাইন, বিল গেটস ও স্টিফেন হকিংকে ছুঁয়ে ফেলেছে মেনসা বিদ্যালয়ের এই শিশু। খবর ডেইলি মেইলের।

যুক্তরাষ্ট্রের নাগরিক শেরউইন চার বছর বয়সেই স্কুলে দু’বছর কাটিয়ে দিয়েছেন! এ বিস্ময়বালক প্রথম একটি শব্দ উচ্চারণ করেন ১০ মাস বয়সে। এরপর ২০ মাসে বলতে শেখেন পুরো একটি বাক্য।

দু’বছর বয়সেই শেরউইন বিশ্বের প্রতিটি দেশের আলাদা পরিচয় চিহ্নিত করতে পারতেন। দুইশ’ পর্যন্ত গুনতে পারার পাশাপাশি শরীরের মূল অঙ্গ-প্রত্যঙ্গগুলোর বিবরণ ও কার্যাবলীও বলতে পারতেন তিনি। এছাড়া আগ্নেয়গিরি ও তারাগুলোর গঠন পরিচয় ও বিবরণ বলতে শেখেন এ বয়সেই।

মাত্র তিন বছর বয়সেই যাওয়া শুরু করেন মেনসা বিদ্যালয়ে।

দক্ষিণ ইয়র্কশায়ারের বার্নসলের শিক্ষা বিষয়ক মনোবিজ্ঞানী ডা. পিটার কংডন হোয়েলসার স্কেলে শেরউইনের আইকিউ (ইন্টেলিজেন্স কোয়েশ্চেন) পরীক্ষা করেন। পরীক্ষার পর তিনি বলেন, ‘তার স্কোর স্কেলটির সর্বোচ্চ মাত্রায় রয়েছে।’

শেরউইনের বর্তমান মানসিক বয়স আট বছর নয় মাস বলেও জানিয়েছেন এ মনোবিজ্ঞানী।

ডা. কংডেন বলেন, ‘যখন সে (শেরউইন) আপনার সঙ্গে কথা বলবে। তখন মনে হবে, তার চেয়ে অধিক বয়সি কোনো শিশু আপনার সঙ্গে কথা বলছে। তার বুদ্ধিমত্তা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।’

শেরউইনের মা আমান্ডা সারাবি (৩৭) বলেন, ‘সে (শেরউইন) খুবই সুখী এবং কথা বলতে ভালোবাসে। সে আমাকে সবকিছু সম্পর্কে প্রশ্ন করে। আমি আমার সাধ্যমত উত্তর দেওয়ার চেষ্টা করি।’

আমান্ডা জানান, শেরউইন ইতোমধ্যেই ৯৪০টি বই পড়ে ফেলেছে! এগুলোর মধ্যে তার সবচেয়ে প্রিয় হলো এনসাইক্লোপেডিয়া।

শেরউইনের বাবা দারাউদ সারাবি মাত্র ৩৭ বছর বয়সে এক কার দুর্ঘটনায় মারা যান।

(দ্য রিপোর্ট/এসকে/ডিসেম্বর ১৪, ২০১৩)