কলোরাডোতে স্কুলে গোলাগুলি
দ্য রিপোর্ট ডেস্ক : যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের একটি স্কুলে এক ছাত্রের ছোড়া গুলিতে দুই শিক্ষর্থী আহত হয়েছে। পরে ওই ছাত্র আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।
অ্যারাপাহো উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পালন অনুষ্ঠানের পর শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
ওই ছাত্র স্কুলে শটগান নিয়ে এসে একজন শিক্ষককে খুঁজতে থাকে বলে অ্যারাপাহো কাউন্টির শেরিফ গ্রেসন রবিনসন জানিয়েছে। ওই শিক্ষক বিষয়টি জানতে পেরে স্কুল থেকে চলে যায়।
গোলাগুলির খবর পেয়ে পুলিশ স্কুলটির অন্য শিক্ষার্থীদের বের করে দেয়। পরে স্কুলে তল্লাশি চালিয়ে পুলিশ গুরুতর আহতাবস্থায় দুই শিক্ষার্থীকে উদ্ধার করে। এ সময় সন্দেহভাজন ওই বন্দুকধারীর লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ এখনো ওই বন্দুকধারীর নাম জানায়নি। তবে পুলিশ তার পরিচয় জানে বলে জানিয়েছে। সে একাই ছিল বলে ধারণা করছে পুলিশ।
বন্দুকধারী এবং ওই শিক্ষকের মধ্যে মতপার্থক্যের জেরে প্রতিশোধ নিতেই এ হামলার ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।
স্কুলটিতে দুটি পেট্রোল বোমা পাওয়া গেছে বলেও জানিয়েছে পুলিশ।
এদিকে কানেকটিকাটের নিউটাউনে স্যান্ডি হুক স্কুল ট্র্যাজেডির মাত্র একদিন আগে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটল। গত বছরের ১৪ ডিসেম্বর স্যান্ডি হুক স্কুলে অ্যাডাম ল্যানজা নামে এক কিশোরের এলোপাতাড়ি গুলিতে ২০ শিশু ও শিক্ষকসহ ছয় কর্মকর্তা নিহত হন।
এছাড়া গত বছরের জুলাই মাসে কলোরাডোর একটি সিনেমা হলে বন্দুকধারীর গুলিতে ১২ জন নিহত ও ৫৮ জন আহত হয়। সূত্র: বিবিসি।
(দ্য রিপোর্ট/কেএন/শাহ/জেএম/ডিসেম্বর ১৪, ২০১৩)