বরিশাল সংবাদদাতা : বরিশালের কীর্তনখোলা নদীতে অভিযান চালিয়ে ৪টি ট্রলার থেকে ৪০ মণ জাটকা উদ্ধার করা হয়েছে। শনিবার রাত ২টা থেকে সকাল সাড়ে ৬টা পর্যন্ত কোস্টগার্ডের সহায়তায় বরিশাল মৎস্য অধিদফতর সদর উপজেলার সাহেবেরহাট সংলগ্ন কীর্তনখোলা নদীতে এই অভিযান চালায়।

বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল দত্ত জানান, নদীপথে অবাধে জাটকা পাচার হচ্ছে- এমন তথ্যে পেয়ে অভিযান চালিয়ে ৪টি ট্রলার থেকে ৪০ মণ জাটকা উদ্ধার করেন। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।

জেলা মৎস্য কর্মকর্তা অহেদুজ্জামান বলেন, উদ্ধারকৃত জাটকা ২২টি মাদ্রাসা ও ২৫০টি দুস্থ পরিবারের মধ্যে বিতরণ করা হয়েছে।

(দ্য রিপোর্ট/বিএস/এফএস/শাহ/এএস/ডিসেম্বর ১৪, ২০১৩)