মালিতে জাতিসংঘের দুই শান্তিরক্ষী নিহত
এ ঘটনার পর দুপুরের আগ মুহূর্তে চাদ ও মালির সৈন্যরা তেশালির মরুভূমি অঞ্চলের পাশে অভিযান চালায়। এতে বন্দুকধারীরা পিছু হটে। সন্ধ্যার দিকে ঐ অঞ্চল পুরোপুরি শান্ত হয়। এ অভিযানের সময় এক শিশু নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
এ ঘটনায় এখনো কেউ দায় স্বীকার করেনি। তবে আল-কায়দার সঙ্গে যুক্ত একটি সংগঠন এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।
মালিতে নিযুক্ত জাতিসংঘের মুখপাত্র অলিভার সালগাদো জানান, ফ্রেঞ্চ সৈন্যদের কাছ থেকে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী দায়িত্ব নেওয়ার পর এ ঘটনা ঘটলো। এ ঘটনায় দু’জনের মৃত্যু ছাড়াও ছয়জন আহত হওয়ার কথা নিশ্চিত করেন তিনি।
মালির প্রতিরক্ষা মন্ত্রী জানান, চার দুর্বৃত্ত এ হামলায় অংশ নেয়। তারা সকলেই নিহত হয়েছে। এছাড়া এক শিশু নিহত ও একজন আহত হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে জাতিসংঘের এক কর্মকর্তা জানান, সন্ধ্যা পর্যন্ত উভয় পক্ষের মধ্যে গোলাগুলি চলে। তবে এ ঘটনায় ফ্রান্সের কোনো সৈন্য আহত হয়নি বলেও তিনি যোগ করেন।
জাতিসংঘের এক মুখপাত্র জানান, জাতিসংঘের মহাসচিব বান কি মুন এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তবে এ ঘটনার ফলে জাতিসংঘ মালিতে শান্তিরক্ষার ক্ষেত্রে পিছপা হবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন মহাসচিব।
প্রসঙ্গত, এ মাসের শুরুতে মালিতে আরও সৈন্য ও হেলিকপ্টার প্রদানের আহ্বান জানায় জাতিসংঘ।
(দিরিপোর্ট২৪/এসকে/এমডি/অক্টোবর ২৪, ২০১৩)