নানা আয়োজনে বান্দরবান মুক্ত দিবস পালন
বান্দরবান সংবাদদাতা : নানা আয়োজনে বান্দরবান হানাদারমুক্ত দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হচ্ছে। শনিবার সকালে জেলার রোয়াংছড়ি উপজেলার ক্যানাইজুপাড়ায় শহীদ মুক্তিযোদ্ধা মেজর টিএম আলী বীরপ্রতীকের কবরে পুষ্পার্পণের মাধ্যমে বান্দরবানে দিবসের কর্মসূচি শুরু করেন মুক্তিযোদ্ধারা।
বাসস্টেশনের মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ সময় অন্যদের মধ্যে বান্দরবান মুক্তিযোদ্ধা ইউনিটের কমান্ডার আবুল কাসেম, মুক্তিযোদ্ধা কবির আহম্মেদ, সেলিম আহম্মেদ চৌধুরীসহ স্থানীয় মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। এ ছাড়াও সন্ধ্যায় আলোচনা সভা ও মুক্তিযুদ্ধের ওপর প্রামাণ্য অনুষ্ঠানের আয়োজন রয়েছে। মুক্ত দিবসকে ঘিরে বান্দরবানে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভসহ মুক্তিযুদ্ধে স্মৃতিচিহ্নগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন ও সাজানো হয়েছে।
জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের কমান্ডার আবুল কাসেম, মুক্তিযোদ্ধা সেলিম আহম্মেদ চৌধুরী, জেলা স্মৃতিস্তম্ভে শহীদ মুক্তিযোদ্ধা টিএম আলী বীরপ্রতীকসহ শহীদ সব মুক্তিযোদ্ধার নাম অন্তর্ভুক্ত ও বান্দরবানে মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নগুলো সংরক্ষণের দাবি জানিয়েছেন।
(দ্য রিপোর্ট/এএস/এফএস/শাহ/এএস/ডিসেম্বর ১৪, ২০১৩)