তিউনিশিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ
একই দিনে দেশটিতে বন্দুকধারীদের সঙ্গে সংঘর্ষে সাত পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে।
দেশটির চলমান রাজনৈতিক অস্থিতিশীলতা কাটাতে চলতি মাসের শেষে জাতীয় পর্যায়ের একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ বৈঠকের আগেই ক্ষমতাসীন ইসলামপন্থী সরকারের বিরুদ্ধে এ বিক্ষোভ আলোচনায় প্রভাব ফেলবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।
বিক্ষোভকারীরা বুধবার রাজধানীর হাবিব বোরগুইবা এভিনিউয়ে একত্রিত হয়। এ সময় তারা জাতীয় পতাকা হাতে ‘জনগণ এ শাসনের পতন চায়’, ‘বিদায় হও’, ‘অবিশ্বাসী সরকার, পদত্যাগ কর’ বিভিন্ন স্লোগান দেয়। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যেদের টহল দিতে দেখা যায়।
তিউনিশিয়ার প্রধানমন্ত্রী আলি লারায়েধ জানান, এনহাদা পদত্যাগ করতে প্রস্তুত। কিন্তু এর আগে দেশের সংবিধান অনুযায়ী একটি নির্বাচন কমিশন ও স্বচ্ছ নির্বাচন হওয়া দরকার। নির্বাচনে পরাজিত হলে এনহাদা ক্ষমতা ছেড়ে দেবে।
প্রসঙ্গত, ২০১১ সালের জানুয়ারিতে জনতার বিপ্লবের মুখে প্রেসিডেন্ট জাইন এল আবেদিন বেন আলির দীর্ঘ একনায়কতন্ত্রের পতন ঘটে। এরপর গণতান্ত্রিক নির্বাচনে ইসলামপন্থী দল এনহাদা জয়লাভ করে সরকার গঠন করে। দেশটির প্রেসিডেন্ট হিসেবে দ্বায়িত্ব নেন মুন্সেফ মারজুকি।
এদিকে, সিদি বাউজিদ অঞ্চলে একটি বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে নিরাপত্তা বাহিনীর সাত কর্মকর্তা বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছে। এ ঘটনায় প্রেসিডেন্ট মারজুকি তিনদিনের জাতীয় শোক ঘোষণা করেছেন।
(দিরিপোর্ট২৪/এসকে/এমডি/অক্টোবর ২৪, ২০১৩)