দ্য রিপোর্ট ডেস্ক : জাপানের পূর্বাঞ্চলে শনিবার ৫.৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এ ভূমিকম্পে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি বলে জাপানের জাতীয় প্রচারমাধ্যম জানিয়েছে।

ভূমিকম্পের ফলে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে, ২০১১ সালের মার্চে দেশটির উত্তরপূর্বাঞ্চলের উপকূলীয় এলাকায় ৯ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামিতে ২০ হাজার মানুষ নিহত ও নিখোঁজ হন। সূত্র: রয়টার্স।

(দ্য রিপোর্ট/কেএন/রা/জেএম/ডিসেম্বর ১৪, ২০১৩)