দ্য রিপোর্ট ডেস্ক : আসিয়ানভুক্ত দেশগুলোকে ২০ বিলিয়ন মার্কিন ডলার সাহায্য ও ঋণ দেওয়ার প্রস্তাব দিয়েছে জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। চীনের সদ্যঘোষিত আকাশ প্রতিরক্ষা অঞ্চলের জবাব দিতেই জাপান এ ঘোষণা দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

জাপানের রাজধানী টোকিওতে অনুষ্ঠিত আসিয়ানের সম্মেলনে অ্যাবে এ ঘোষণা দেন। তিনি বলেন, পাঁচ বছর মেয়াদে ঋণ দেওয়া হবে।

অ্যাবে বলেন, ‘আসিয়ানের হাত ধরে এশিয়াতে আমি ক্ষমতা নয়, আইনের শাসন গড়ে তুলতে চাই।’

সম্মেলন শেষে জাপান ও আসিয়ান এ ব্যাপারে বিবৃতি দেবে বলে আশা করা হচ্ছে। তবে বিবৃতিতে চীনের আকাশ প্রতিরক্ষা অঞ্চলের বিষয়টি উল্লেখ করা হবে কী না তা নিশ্চিত করা যায়নি বলে জাপানের সংবাদ সংস্থা কিয়োডো জানিয়েছে।

এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হং লেইকে এই সম্মেলনের ব্যাপারে প্রশ্ন করা হলে জানান, এই অঞ্চলের শান্তি বজায় রাখার জন্য সংশ্লিষ্ট দেশগুলোই কাজ করবে।

ব্রুনাই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালায়েশিয়া, মিয়ানমার, ফিলিপাইনস, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ভিয়েতমান নিয়ে আসিয়ান গঠিত। সূত্র : বিবিসি

(দ্য রিপোর্ট/কেএন/এইচএসএম/ডিসেম্বর ১৪, ২০১৩)