সিলেট অফিস : সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) মানববন্ধনে হামলার প্রতিবাদে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে র‌্যালি করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

শনিবার সকাল ৮টার দিকে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে শুক্রবার মানববন্ধনে হামলার প্রতিবাদে একটি র‌্যালি বের করেন শিক্ষকরা। এরপর দুপুর ১২টার দিকে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও জড়িতদের শাস্তির দাবি করেন শাবিপ্রবি শিক্ষক সমিতি, মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠন।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মস্তাবুর রহমান মানববন্ধনে হামলাকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও সরকারের প্রতি আহ্বান জানান।

হামলার ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করে অবিলম্বে তাদের চিহ্নিত ও শাস্তির দাবি জানান আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের আহবায়ক নূরে আলম।

(দ্য রিপোর্ট/এমজেসি/এফএস/রা/এএস/ডিসেম্বর ১৪, ২০১৩)