দ্য রিপোর্ট ডেস্ক : সিরিয়ার আন্ড্রা এলাকায় ইসলামপন্থী বিদ্রোহীদের হামলায় দুইদিনে অন্তত ১০ জন নিহত হয়েছে বলে প্রত্যক্ষদর্শী ও মানবাধিকারকর্মীরা জানিয়েছে। খবর বিবিসির।

নিহতদের অধিকাংশই সংখ্যালঘু সম্প্রদায় বলে জানা গেছে।

সিরিয়ার রাষ্ট্রীয় মাধ্যম শুক্রবার জানায়, বিদ্রোহীদের দমনে শুক্রবার সেনাবাহিনী আন্ড্রা এলাকায় আক্রমণ চালায়।

রাজধানী দামেস্ক থেকে ২১ কিলোমিটার দূরে অবস্থিত আন্ড্রা ধর্মীয়ভাবে মিশ্র একটি শহর।

সম্প্রতি আন্ড্রা ও আশপাশের এলাকায় সরকারি বাহিনী ও বিদ্রোহীদের সঙ্গে প্রায়ই ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটছে।

সরকারপন্থী বাহিনীকে দেশটির ব্যাপক গণহত্যার জন্য দায়ী করা হলেও বিদ্রোহীরাও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

সিরিয়ায় দুইবছর ধরে চলা গৃহযুদ্ধে এ পর্যন্ত এক লাখেরও বেশি মানুষ নিহত হয়েছে। বাস্তুচ্যুত হয়েছেন কয়েক লাখ মানুষ।

(দ্য রিপোর্ট/কেএন/রা/এমডি/ডিসেম্বর ১৪, ২০১৩)