শেষ বিকেলে বিদায় পিটারসেনের
দ্য রিপোর্ট ডেস্ক : সিরিজের তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে শুরুটা ভালো হলেও শেষ বিকেলে কেভিন পিটারসেনের উইকেট খুইয়েছে ইংল্যান্ড। দিন শেষে প্রথম ইনিংসে ৪ উইকেট হারিয়ে ইংলিশদের দলীয় স্কোরে জমা হয়েছে ১৮০ রান।
উদ্বোধনী জুটিতে দারুণ শুরু করেছিলেন অধিনায়ক অ্যালিস্টার কুক ও মাইকেল কারবেরি। অবশ্য এই জুটিতে ৮৫ রান আসার পরই তা ভেঙে দিয়েছেন রায়ান হ্যারিস। তার দুর্দান্ত বোলিংয়ে উড়ে গেছে কারবেরির স্ট্যাম্প। ১০৪ বল খেলে ৪৩ রান করেছেন বাঁহাতি এই ক্রিকেটার।
দ্বিতীয় উইকেটে কুকের সঙ্গে যোগ দিয়েছেন জো রুট। কিন্তু পরিস্থিতি বুঝে ওঠার আগেই তাকে প্যাভিলিয়নের পথ দেখিয়েছেন শেন ওয়াটসন। নিজের নামের পাশে ৪ রান যুক্ত হওয়ার পরই উইকেটরক্ষক ব্রাড হাডিনের গ্লাভসে তালুবন্দী হয়েছেন তিনি।
দ্রুত উইকেট হারানোর পর দেখেশুনে খেলছিলেন কুক ও কেভিন পিটারসেন। তবে জুটিকে বিপজ্জনক হয়ে উঠতে দেয়নি অস্ট্রেলিয়ান বোলাররা। কুককে ৭২ রানে আউট করেছেন লিও। আর দারুণ খেলেও শেষ বিকেলে ইংল্যান্ডের আক্ষেপ, দিনের খেলা শেষ হওয়ার আগে গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান পিটারসেনকে (১৯) হারিয়েছে তারা। তাকে সাজঘরে ফিরিয়েছেন সিডল।
গুরুত্বপূর্ণ ২ উইকেট হারানোর পর ক্রিজে রয়েছেন ইয়ান বেল (৯)। অপরপ্রান্তে ১৪ রানে অপরাজিত রয়েছেন বেন স্টোকেস।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড প্রথম ইনিংস : ১৮০/৪; ওভার ৬৮ (কুক ৭২, কারবেরি ৪৩, পিটারসেন ১৯; হ্যারিস ১/২৬, সিডল ১/২৭)
অস্ট্রেলিয়া প্রথম ইনিংস : ৩৮৫; ওভার ১০৩.৩ (স্মিথ ১০৩, ওয়ার্নার ৬০, হাডিন ৫৫, জনসন ৩৯; ব্রড ৩/১০০, অ্যান্ডারসন ২/৬০)
দ্য রিপোর্ট/সিজি/নূরু/ডিসেম্বর ১৪, ২০১৩