দ্য রিপোর্ট প্রতিবেদক : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বরাত দিয়ে তার বিশেষ উপদেষ্টা ববি হাজ্জাজ বলেছেন, ‘আগামী ৫ জানুয়ারী অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচনে এরশাদ অংশ নেবে না। জাতীয় পার্টিও যাবে না।’ এ সময় তিনি দাবি করেন, ‘এখন থেকে পার্টির মুখপাত্র ববি।’

শনিবার বিকেলে রাজধানীর গুলশান-২ এ জাপা রিসার্স অ্যান্ড স্ট্র্যাটেজি উইং এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। এরশাদের সঙ্গে সব সময় তার মোবাইলে যোগাযোগ হচ্ছে বলে দাবি করেন তিনি।

ববি হাজ্জাজ বলেন, ‘এরশাদ ও জাতীয় পার্টি নির্বাচন করবে না। আপাতত কেউ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হবেন না। পার্টির ও পার্টি চেয়ারম্যানের মুখপাত্রের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। দলের অন্য কারো বক্তব্য চেয়ারম্যানের ভাষ্য হবে না।’

এরশাদের বরাত দিয়ে তিনি বলেন, ‘জাপা চায় গণতান্ত্রিক সরকার। ৫ জানুয়ারির নির্বাচনে গণতান্ত্রিক সরকার আসবে না। তাই নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এরশাদ। তিনি দেশবাসীকে জানিয়েছেন, সরকার পার্টির নেতাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেনি। এর অর্থ এই নয় যে, আমরা নির্বাচনে যাচ্ছি। এটি পরিষ্কার এরশাদ নির্বাচনে নেই। জাতীয় পার্টি নির্বাচনে নেই।’

তিনি বলেন, “পার্টির চেয়ারম্যান ও মহাসচিব ছাড়া নির্বাচন হতে পারে না। দেশের যে অবস্থা, সবার ওপর চাপ আছে। চাপ মানে আপনারা অন্য কিছু মনে করবেন না। কাজের চাপ। এজন্য অনেকে কথা বলতে পারেন না।’

ববি হাজ্জাজ বলেন, “শুক্রবার আওয়ামী লীগের দুই নেতা এরশাদের সঙ্গে দেখা হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে যে সংবাদ প্রচার হয়েছে তা সঠিক নয়।’ এরশাদের সঙ্গে আওয়ামী লীগের কোনো নেতার শুক্রবার দেখা হয়নি বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, ‘দেশ ও জনগণের কল্যাণে উনার (এরশাদ) প্রচেষ্টা অব্যাহত থাকবে।’ এরশাদের মুক্তি দাবি করায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যদের ধন্যবাদ জানান তিনি।

(দ্য রিপোর্ট/ সাআ/এমডি/ ডিসেম্বর ১৪, ২০১৩)