রাবি প্রতিনিধি : যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস।

সকাল সোয়া ৭টায় জাতীয় পতাকা অর্ধনমিত করার মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু হয়। সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, রাবি ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. চৌধুরী সারওয়ার জাহান, কোষাধ্যক্ষ প্রফেসর ড. সায়েন উদ্দিন আহমেদ ও রেজিস্ট্রার প্রফেসর মু. এন্তাজুল হক, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. ছাদেকুল আরেফিন মাতিন, প্রক্টর প্রফেসর ড. তারিকুল হাসানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

এছাড়াও অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল- শহীদ স্মৃতি সংগ্রহশালাসহ বিভিন্ন হল প্রশাসন, পেশাজীবী সমিতি ও সংগঠনের প্রভাত ফেরি, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ।

এছাড়াও বেলা ২টায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে বিশেষ মোনাজাতের ব্যবস্থা করা হয়।

এদিকে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় শহীদ স্মৃতি সংগ্রহশালা সকাল আটটা থেকে দুপুর তিনটা পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এমএএ/এমএইচও/এমডি/ডিসেম্বর ১৪, ২০১৩)