শিবচর (মাদারীপুর) সংবাদদাতা : কাওড়াকান্দি-মাওয়া নৌরুটের লৌহজং চ্যানেলে শুক্রবার রাত ১০টার দিকে দুই ফেরির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে দুই ফেরির অন্তত অর্ধশত যাত্রী আহত হয়েছেন। সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যায় দুই ফেরির সম্মুখভাগ।

আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এতে বড় ধরনের কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি।

বিআইডব্লিউটিএর কাওড়াকান্দি ঘাট সূত্র জানায়, মাওয়াগামী রো রো ফেরি বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ও বিপরীত দিক থেকে আসা ফ্ল্যাট ফেরি ল্যান্টি’র মুখোমুখি সংঘর্ষ হয়।

ফেরির একটি সূত্র জানায়, যাত্রাপথে দুই ফেরি দিক নির্ণয় করতে না পারায় কাছাকাছি চলে আসার কারণে সংঘর্ষ এড়ানো যায়নি। এতে চালকদেরও গাফিলতি রয়েছে বলে সূত্রটি অভিযোগ করে।

যাত্রীদের কয়েকজন জানান, রাত ১০টার দিকে মাঝ পদ্মায় হঠাৎ বিকট শব্দে প্রচণ্ড ঝাঁকুনি হয়। এতে ফেরির রেলিং ও গাড়ির সঙ্গে ঘুমন্ত অনেক যাত্রীর আঘাত লাগে। অনেকের মাথাসহ শরীরের বিভিন্ন স্থান কেটে যায়। বিশেষ করে দুই ফেরিতে থাকা গাড়িগুলোর কাচ ভেঙে বেশিরভাগ আহত হন বলে যাত্রীরা জানান।

এদিকে ঢাকাগামী কয়েকজন যাত্রী ফোনে জানান, সংঘর্ষের সময় পানিতে ছিটকে পড়াও শব্দ পাওয়া যায়। কোনো যাত্রীর নিখোঁজ হওয়ার খবরের সত্যতা পাওয়া যায়নি।

বিআইডব্লিউটিএর কাওড়াকান্দি ঘাটের সহকারী ম্যানেজার আবদুল বাতেন মিঞা জানান, রাত ১০টার দিকে দুটি ফেরির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ফেরি দুটির সামনের অংশ ভেঙে যায়। গাড়ির কাচ ভেঙে কিছু যাত্রী আহত হন।

বিআইডব্লিউটিএর মাওয়া জোনের মহাব্যবস্থাপক আশিকুজ্জামান বলেন, চ্যানেল সরু হওয়ায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

(দ্যারিপোর্ট২৪/এএস/জেএম/অক্টোবর ০৫, ২০১৩)