দিরিপোর্ট২৪ প্রতিবেদক : বৃষ্টির কারণে ঘণ্টা দুয়েক বন্ধ ছিল ১৮ দলীয় জোটের সমাবেশের মঞ্চ নির্মাণকাজ।

শুক্রবার সকাল ৬টায় শুরু হয় বৃষ্টি, থামে ৮টার দিকে। এ সময় মঞ্চ নির্মাণকাজে ব্যাঘাত সৃষ্টি হয়। সকাল ৮টার পরে আবার পুরোদমে শুরু হয় মঞ্চ নির্মাণকাজ।

দুপুর ১২টা নাগাদ মঞ্চ নির্মাণের কাজ শেষ করা যাবে বলে আশা করেছেন মঞ্চ নির্মাণের দায়িত্বে থাকা ওসমান গনি টুটুল।

তবে ৪৮ ফুট দৈর্ঘ্য, ২৪ ফুট প্রস্থ ও ৬ ফুট উচ্চ এ মঞ্চের পাটাতন বসানোর কাজ শেষ।

গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে কাজে বিঘ্ন ঘটছে। সুমি ডেকোরেটরের শ্রমিকরা মঞ্চ নির্মাণের কাজ করছেন। বৃহস্পতিবার রাত থেকে কাজ শুরু হয়েছে, শুক্রবার সকাল ১০টার মধ্যে শেষ করা তাদের লক্ষ্য।

মঞ্চে বিএনপি চেয়ারপারসনের একটি, স্থায়ী কমিটির সদস্যদের ১৭টি ও শরিক দলের ১৭টিসহ ৪০টি আসন রাখা হবে।

ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকার সভাপতিত্বে প্রায় ১০ লাখ নেতাকর্মী ও সর্মথক সমাবেশে উপস্থিত হবে বলে আশা করছেন দলের নেতারা। দুপুর ২টা থেকে সমাবেশ শুরু হবে।

অপরদিকে, সমাবেশ উপলক্ষে বৃহস্পতিবার রাত থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে বিপুলসংখ্যক পুলিশ পর্যায়ক্রমে দায়িত্ব পালন করছে।