দিরিপোর্ট২৪ প্রতিবেদক : জেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর ন্যাশনাল পার্ক এলাকায় শুক্রবার সকালে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১৫ জন।

নাওজোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল ৮টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর ন্যাশনাল পার্ক এলাকায় শ্রীপুর থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ও বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। আহতদের উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরিফুল ইসলামসহ দুজন নিহত হন।

নিহত আরিফুল ইসলাম শ্রীপুর উপজেলার মাজুখোলা গ্রামের আমজাদ হোসেনের ছেলে। অপর নিহতদের পরিচয় জানা যায়নি।

আহতরা হলেন- নয়ন, আরিফ, ইব্রাহিম, শ্যামল, আশরাফসহ সাতজন। তারা চিকিৎসাধীন আছেন।

গাজীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. তপন কান্তি সরকার জানান, নিহতদের মধ্যে দুজন ঘটনাস্থলে মারা যান। হাসপাতালে নেওয়ার পথে একজন এবং হাসপাতালে আনার পর দুজন মারা যান। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

(দিরিপোর্ট২৪/ওএস/এমএআর/জেএম/অক্টোবর ২৫, ২০১৩)