নড়াইল সংবাদদাতা : নড়াইলে আওয়ামী লীগের বর্ধিত সভায় দুই গ্রুপের সংঘর্ষে জেলা সভাপতি অ্যাডভোকেট সুবাস বোস ও সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ আলীসহ ১৫ জন আহত হয়েছেন। জেলা আওয়ামী লীগ কার্যালয়ে শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দশম সংসদ নির্বাচনকে সামনে রেখে বেলা ১১টার দিকে শহরের পুরাতন বাসটার্মিনাল চত্বরে দলের বর্ধিত সভা শুরু হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহম্মদ আলী, সাবেক জেলা সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিক আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক নিজামউদ্দিন খান নিলু, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শরীফ হুমায়ূন কবীর প্রমুখ।

জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসের সভাপতিত্বে এ সভায় বিভিন্ন নেতা বক্তব্য রাখেন। এ সময় নড়াইল জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস বক্তব্য দিতে চাইলে তাকে সুযোগ না দেওয়ায় তার কর্মীসমর্থকরা ক্ষুব্ধ হয়ে ওঠে।

এ নিয়ে সোহরাব হোসেনের সঙ্গে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ আলীর কথাকাটাকাটির একপর্যায়ে তার কর্মীসমর্থকরা হামলা চালায়। এ সময় চেয়ার এবং মাইকের স্ট্যান্ড দিয়ে এলোপাতারি মারধর শুরু করে।

হামলায় জেলা সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ আলী, জেলা আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট উত্তম কুমার ঘোষ, জেলা কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রমা রানী রায়, কৃষি বিষয়ক সম্পাদক টিপু সুলতান, রিয়াজ আহম্মেদ সজল, হুমায়ূন কবীর তনু, রিন্টুসহ ১৫ নেতাকর্মী আহত হন।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সোহরাব বিশ্বাস জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হলেও তিনি ১৪ দলীয় জোটের প্রার্থীর বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তাকে বক্তব্যের সুযোগ দেওয়া হয়নি।’

জেলা সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস জানান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট সাঈফ হাফিজুর রহমান খোকনের বক্তব্যের পরে সোহরাব বিশ্বাসের কর্মীসমর্থকরা হামলা চালায়। ঘটনার পর দলীয় কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনা বর্ধিত সভা পণ্ড হয়ে যায় বলেও জানান তিনি।

(দ্য রিপোর্ট/এএস/নূরু/এনডিএস/ডিসেম্বর ১৪,২০১৩)