হরতাল সফলের আহ্বান জামায়াতের
দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত রবিবারের হরতাল সফলের আহ্বান জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান।
এক বিবৃতিতে শনিবার সন্ধ্যায় তিনি নেতা-কর্মী ও দেশবাসীকে শান্তিপূর্ণভাবে এ কর্মসূচি সফল করার আহ্বান জানান। বৃহস্পতিবার জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকরের প্রতিবাদে এ হরতাল কর্মসূচির ঘোষণা দেয় জামায়াতে ইসলামী।
বিবৃতিতে তিনি বলেন, ‘সরকার সকল আইনী ও মানবিক অধিকারকে পদদলিত করে এবং দেশের ও আন্তর্জাতিক মহলের আহ্বান অগ্রাহ্য করে সুপরিকল্পিতভাবে আব্দুল কাদের মোল্লাকে হত্যা করেছে। নেতৃত্বশূন্য করার জন্য জামায়াতের আরো নেতৃবৃন্দকে সরকার হত্যার ষড়যন্ত্র করছে।’
ডা. শফিকুর আরো বলেন, ‘সরকার সারাদেশে নিজেদের এজেন্ট দিয়ে নৈরাজ্য সৃষ্টি করছে। তাদের নির্দেশে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি চালিয়ে গত দুইদিনে ১৬ জনকে নির্মমভাবে হত্যা করেছে। কোনো কোনো গণমাধ্যমে সরকারের সৃষ্ট নৈরাজ্যের দায় জামায়াত ও ছাত্রশিবিরের ঘাড়ে চাপানোর অপচেষ্টা চালাচ্ছে।’
তিনি বলেন, ‘জনগণের রক্তের উপর দিয়ে এ জালেম, স্বৈরাচারী, খুনি সরকারের কোনো ষড়যন্ত্র দেশবাসী বাস্তবায়ন হতে দেবে না। ১৯৫২, ১৯৬৯ ও ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ সকল গণতান্ত্রিক আন্দোলনে জনগণ যে প্রতিরোধ গড়ে তুলেছিল, তার চাইতেও কঠিন প্রতিরোধ গড়ে তুলে গণআন্দোলন তীব্র থেকে তীব্রতর করার মাধ্যমে জনগণ এই খুনি সরকারের পতন ঘটিয়ে দেশকে ভয়াবহ নৈরাজ্য থেকে উদ্ধার করবে।’
(দ্য রিপোর্ট/কেএ/নূরু/এমএইচও/এমডি/ডিসেম্বর ১৪, ২০১৩)