ঝালকাঠিতে বিআরটিসি বাসে আগুন, আহত ১০
ঝালকাঠি সংবাদদাতা : ঝালকাঠিতে বিআরটিসির একটি যাত্রীবাহী বাসে পেট্রোল দিয়ে আগুন দিয়েছে জামায়াত-শিবিরকর্মীরা । এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
পুলিশ ও বাসযাত্রীরা জানায়, শনিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে ঝালকাঠি-খুলনা মহাসড়কের ব্রাক মোড় এলাকায় জামায়াত-শিবিরকর্মীরা একটি ঝটিকা মিছিল থেকে বাসে আগুল লাগিয়ে পালিয়ে যায় ।
এ সময় বাস থেকে তাড়াহুড়া করে নামতে গিয়ে বাসচালক রুহুল আমীনসহ ১০ যাত্রী আহত হন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে। ততক্ষণে পুরোবাসটি পুড়ে যায়।
এ ঘটনার প্রতিবাদে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনিরের নেতৃত্বে শহরে একটি বিক্ষোভ মিছিল করে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
ঝালকাঠির সহকারী পুলিশ সুপার আফম আনোয়ার হোসেন দ্য রিপোর্টকে বলেন, জামায়াত-শিবির এ হামলা চালিয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
(দ্য রিপোর্ট/এএস/নূরু/এপি/ডিসেম্বর ১৪, ২০১৩)