গফরগাঁও সংবাদদাতা : ময়মনসিংহের গফরগাঁওয়ে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে আহত যুবদলকর্মী পাভেলকে চিকিৎসাধীন অবস্থায় আটক করেছে পুলিশ।

হাসপাতাল থেকে গ্রেফতারের বিষয়টি কর্তব্যরত ডা. মাহমুদ আলী ও গফরগাঁও সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান দ্য রিপোর্টকে নিশ্চিত করেছেন। হাসপাতাল সূত্রে জানা যায় তার ডান হাতে অস্ত্রোপচার হয়েছে।

এ ঘটনায় গফরগাঁও থানায় বিস্ফোরক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাবুর রহমান।

গফরগাঁও থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে উপজেলার যশরা ইউনিয়ন বিএনপি নেতা নুরুল ইসলামের বাড়িতে স্থানীয় যুবদলকর্মী পাভেল বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে আহত হন।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাবুর রহমান দ্য রিপোর্টকে বলেন, এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা যায়নি। পরে এলাকাবাসী আমাদের আহত ব্যক্তিকে চিকিৎসা দিতে একটি মাইক্রোবাসে করে নিয়ে যাওয়া হয়েছে বলে জানায়। আমরা আশপাশের থানাগুলোতে জরুরি বেতার বার্তা পাঠাই। পরে ময়মনসিংহ কোতোয়ালী থানা পুলিশ বিকেলে খাগডহর কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে চিকিৎসাধীন অবস্থায় পাভেল নামের ওই যুবদলকর্মীকে (২৮) আটক করে।

(দ্য রিপোর্ট/এফএইচডি/নূরু/এমএইচও/এমডি/ডিসেম্বর ১৪, ২০১৩)