রাজধানীর কাঁঠালবাগান থেকে ৬ পিস্তলসহ আটক ৫
দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর কলাবাগান এলাকা থেকে ৬টি বিদেশি পিস্তল, ১০টি ম্যাগাজিন ও ৪২ রাউন্ড গুলিসহ ৫ জনকে আটক করেছে র্যাব-২। এ সময় তাদের কাছে নগদ এক লাখ ৬৭ হাজার ৭৯৬ টাকা ও ছয়টি মোবাইল ফোনও উদ্ধার করা হয়।
র্যাবের মিডিয়া উইং-এর পরিচালক কমান্ডার একেএম হাবিবুর রহমান জানান, শনিবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি বিশেষ টিম ধানমণ্ডির ফ্রি স্কুল স্ট্রিটের কাঠালবাগান বাজার তিলকের গলির ১০৫/২ নম্বর বাড়ির নিচতলার একটি কক্ষ থেকে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলো- সাব্বির হাসান (২০), মো. নুরুজ্জামান খান ফয়সাল (২৪), এম এ মালেক সরকার সুপ্রিম (২৩), ওমর ফারুক(৩০) ও মো. আবদুর রাজ্জাক(২৭)।
(দ্য রিপোর্ট/এএইচএ-কেজেএন/নূরু/এমএইচও/ এমডি/ডিসেম্বর ১৪, ২০১৩)