নেত্রকোনায় ১৪৪ ধারা

জেলা পুলিশ সুপার জাকির হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুদল একই স্থানে সমাবেশ ডাকায় শহরের শান্তি-শৃঙ্খলা রক্ষায় ১৪৪ ধারা জারি করা হয়। শহরে সব ধরনের মিটিং-মিছিল নিষিদ্ধ করা হয়েছে।
জেলা প্রশাসক আনিস মাহমুদ দিরিপোর্ট২৪কে জানান, সব ধরনের নাশকতা এড়াতে জেলা ও পুলিশ প্রশাসন সতর্ক রয়েছে।
সকাল ৯টা পর্যন্ত জেলায় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
(দিরিপোর্ট২৪/এফএস/এমএআর/অক্টোবর ২৫, ২০১৩)