দিরিপোর্ট২৪ প্রতিবেদক : আওয়ামী লীগ ও বিএনপি একই স্থানে সমাবেশ ডাকায় নেত্রকোনা পৌরশহরে শুক্রবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।

জেলা পুলিশ সুপার জাকির হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুদল একই স্থানে সমাবেশ ডাকায় শহরের শান্তি-শৃঙ্খলা রক্ষায় ১৪৪ ধারা জারি করা হয়। শহরে সব ধরনের মিটিং-মিছিল নিষিদ্ধ করা হয়েছে।

জেলা প্রশাসক আনিস মাহমুদ দিরিপোর্ট২৪কে জানান, সব ধরনের নাশকতা এড়াতে জেলা ও পুলিশ প্রশাসন সতর্ক রয়েছে।

সকাল ৯টা পর্যন্ত জেলায় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

(দিরিপোর্ট২৪/এফএস/এমএআর/অক্টোবর ২৫, ২০১৩)