পাকিস্তানে তালেবানের শীর্ষ নেতা আটক
দ্য রিপোর্ট ডেস্ক : পাকিস্তানের ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) দাবি করেছে তারা আবু হামজা নামে এক পাকিস্তানি তালেবানের শীর্ষ নেতাকে গ্রেফতার করেছে। শনিবার তাকে করাচির পশ্চিম ওয়ার্ফ এলাকা থেকে গ্রেফতার করা হয়।
সিআইডির ইনভেস্টিগেশন ইউনিট প্রধান মাজহার মাসওয়ানি দাবি করেন মুহাম্মদ আদনান ওরফে আবু হামজা নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সঙ্গে কাজ করত। তিনি ওয়ান্টেড তালিকায় ছিলেন।
বিবিসির উর্দু ওয়েবসাইট জানায় সিআইডি তার কাছ থেকে দুটি হ্যান্ড গ্রেনেড, হ্যান্ডগান ও বুলেট উদ্ধার করেছে।
সিআইডির ইনভেস্টিগেশন ইউনিটের কর্মকর্তা চেীধুরী মোহাম্মদ আরিফ জানান, অবৈধ অস্ত্র রাখার দায়ে আবু হামজাকে ২০০৭ সালে একবার গ্রেফতার করা হয়েছিল।
প্রাথমিক তদন্তে দুই পুলিশ হত্যার সঙ্গে তার সম্পৃক্ততার কথা জানা গেছে। এন্টি-টেরররিজম কোর্ট (এটিসি) থেকে জিজ্ঞাসাবাদের জন্য ২১ ডিসেম্বর পর্যন্ত রিমান্ডের অনুমতি পেয়েছে সিআইডি। খবর দি ডনের।
(দ্য রিপোর্ট/ডব্লিউএস/এমসি/ডিসেম্বর ১৫, ২০১৩)