রাজশাহীর বিনোদপুরে শিবির-পুলিশ সংঘর্ষ
রাজশাহী সংবাদদাতা : রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর এবং রুয়েট সংলগ্ন দেবিসিংপাড়া এলাকায় শিবিরকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছে বলে দাবি করেছে শিবির।
শনিবার সকাল ৭টার দিকে শিবিরকর্মীরা বিনোদপুরে হরতালের সমর্থনে রাস্তা অবরোধ করে এবং ককটেলের বিস্ফারণ ঘটায়। এসময় তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল ছুড়লে সংঘর্ষ বেধে যায়। শিবিরকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং বেশ কয়েকটি ককটেল ও পেট্রোল বোমার বিস্ফোরণ ঘটায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শতাধিক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। শিবিরকর্মীরা দাবি করেছে, পুলিশের ছোঁড়া গুলিতে তাদের ১০ জন নেতাকর্মী আহত হয়েছে।
রাজশাহীর পুলিশের উপ-পুলিশ কমিশনার (পূর্ব) প্রলয় চিসিম বলেন, হরতালের সমর্থনে শিবিরকর্মীরা বিনোদপুর এলাকায় মিছিল বের করে। তারা সেখানে কাঠের গুড়ি ফেলে রাস্তা অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এতে সংঘর্ষ বাধে। এসময় শিবিরকর্মীরা পুলিশের সাঁজোয়া যান লক্ষ্য করে বেশ কয়েকটি ককটেল ও পেট্রোল বোমার বিস্ফোরণ ঘটায়। তবে এ ঘটনায় কোন পুলিশ সদস্য আহত হয়নি।
এছাড়া সকাল পৌনে ৭টার দিকে রুয়েট সংলগ্ন দেবিসিংপাড়ায় রাস্তা অবরোধ করলে শিবিরকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। সেখানেও শিবিরকর্মীরা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ করে।
এদিকে মহানগরীতে নাশকতা প্রতিরোধে স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে রয়েছে বিজিবি। এছাড়াও মহানগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে মোতায়েন করা হয়েছে পুলিশ। অব্যাহত রয়েছে বিজিবি, র্যাব ও পুলিশের টহল।
(দ্য রিপোর্ট/এমএইচজে/জেএম/ডিসেম্বর ১৫, ২০১৩)