চুয়াডাঙ্গায় গাছ ফেলে সড়ক অবরোধ
চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গায় জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে। রবিবার ভোরে হরতালকারীরা চুয়াডাঙ্গার বোয়ালমারীতে প্রধান সড়কের উপর প্রায় ১০টি গাছ কেটে চুয়াডাঙ্গা-কুষ্টিয়া সড়ক অবরোধ করে। এতে দুই জেলার মধ্যে সবধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
স্থানীয়রা জানান, ভোররাতে অজ্ঞাত ব্যক্তিরা পাশের প্রায় ১০টি গাছ কেটে সড়কের উপর ফেলে পালিয়ে যায়।
প্রায় ৩ ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে এসে সড়কের উপর থেকে গাছ অপসারণ করলে যোগাযোগ স্বাভাবিক হয়।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এরশাদুল কবির চৌধুরী জানান, ঘন কুয়াশার মধ্যে সড়কের উপর গাছ ফেলে নাশকতা করার চেষ্টা ছিল জামায়াত-শিবিরের কর্মীদের। কিন্তু স্থানীয়দের কারণে পারেনি।
এদিকে, হরতালের কারণে জেলার অভ্যান্তরীণ ও দুরপাল্লার সব ধরনের যানবহন বন্ধ রয়েছে। দোকানপাটও রয়েছে বন্ধ। এখন পর্যন্ত হরতালের সমর্থনে কোথাও পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি।
(দ্য রিপোর্/এআই/এফএস/জেএম/ডিসেম্বর ১৫, ২০১৩)