সাতক্ষীরায় রাস্তায় আগুন, আটক ১৬
সাতক্ষীরা সংবাদদাতা : হরতাল চলাকালে রবিবার সকালে সাতক্ষীরার বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে, সড়কে গাছের গুড়ি ফেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হরতালসমর্থনকারীরা।
এদিকে নাশকতার অভিযোগে কলারোয়া উপজেলা থেকে শনিবার রাতে ১৬ জামায়াত-শিবির কর্মীকে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালের দিকে শহরের অদূরে সাতক্ষীরা-যশোর সড়কের কদমতলা এলাকায় টায়ার জ্বালিয়ে ও গাছের গুড়ি ফেলে রাস্তা অবরোধ করে মিছিল ও সমাবেশ করে জামায়াত-শিবিরকর্মীরা।
এ ছাড়া সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের আলীপুর চেকপোস্ট, দেবহাটার সেকেন্দ্রা, নলতা, সাতক্ষীরা-আশাশুনি সড়কের রামচন্দ্রপুর ও সাতক্ষীরা-খুলনা সড়কের পাটকেলঘাটাসহ জেলার বিভিন্ন স্থানে রাস্তা অবরোধ করে মিছিল ও সমাবেশ করে হরতালসমর্থকরা।
এদিকে হরতাল চলাকালে জেলার কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোন পরিবহন ছেড়ে যায়নি। বন্ধ আছে শহরের অধিকাংশ দোকানপাট।
নাশকতা এড়াতে সাতক্ষীরার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ, বিজিবি ও র্যাব মোতায়েন করা হয়েছে।
(দ্য রিপোর্ট/এমআরইউ/এইচএস/ডিসেম্বর ১৫, ২০১৩)