অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ : ‘বি’ গ্রুপে বাংলাদেশ
দ্য রিপোর্ট ডেস্ক : ঘোষণা করা হয়েছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ১৬ দলের ৪টি গ্রুপের নাম। বাংলাদেশ আছে ‘বি’ গ্রুপে। আর ‘এ’ গ্রুপে আছে ২ চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান।
‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী দুইবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। আরো আছে আফগানিস্তান ও নামিবিয়া। আর গ্রুপ ‘এ’ তে আছে তিনবারের বিশ্বকাপ জয়ী ভারত। তাদের সঙ্গী ২০০৪ ও ২০০৬ এর চ্যাম্পিয়ন পাকিস্তান। এই গ্রুপে অন্য ২ দল হলো স্কটল্যান্ড ও পাপুয়া নিউগিনি।
‘সি’ গ্রুপকে বলা যেতে পারে চ্যাম্পিয়নবিহীন গ্রুপ। এই গ্রুপে সাবেক কোন চ্যাম্পিয়ন দল নেই। দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে ও কানাডা খেলবে এই গ্রুপে।
১৯৯৮ এর চ্যাম্পিয়ন ইংল্যান্ড আছে গ্রুপ ‘ডি’ তে। এই গ্রুপে তাদের সঙ্গী ১৯৯৮ সালের রানার আপ দল নিউজিল্যান্ড। আরো আছে ২০০০ সালের রানার আপ শ্রীলঙ্কা। আর এই ৩ দলের সঙ্গী স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত।
সংযুক্ত আরব আমিরাতের ৭টি ভেন্যুতে খেলা হবে। ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই টুর্নামেন্ট ১ মার্চ ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে।
(দ্য রিপোর্ট/এমআই/লতিফ/জেএম/ডিসেম্বর ১৫, ২০১৩)