কায়সারের অভিযোগ গঠনের শুনানি আবারো পেছালো
দ্য রিপোর্ট প্রতিবেদক : জাতীয় পার্টির সাবেক কৃষি প্রতিমন্ত্রী সৈয়দ মো. কায়সারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠন বিষয়ে শুনানি ফের পিছিয়ে আগামী ১৭ ডিসেম্বর মঙ্গলবার দিন ধার্য করা হয়েছে।
চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে গঠিত তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ রবিবার স্বপ্রণোদিত হয়ে পরবর্তী দিন ধার্য করে এ আদেশ দেন।
এর আগে গত ৫ ডিসেম্বর অভিযোগ গঠনের শুনানির দিন পিছিয়ে ১৫ ডিসেম্বর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।
ওই দিন আদালতে কায়সারের আইনজীবী আব্দুস সোবহান তরফদার বলেন, রাষ্ট্রপক্ষ কর্তৃক তাদেরকে দেয়া মামলার নথিপত্রগুলো এখনো পর্যবেক্ষণ করা সম্ভব হয়নি। যার কারণে কায়সারের পক্ষে মামলা থেকে অব্যাহতির আবেদনের বিষয়ে এখনো সিদ্ধান্ত নিতে পারেনি। এজন্য ১০ দিনের সময় প্রয়োজন বলেও আবেদন করেন তিনি।
এর আগে গত ২৭ নভেম্বর কায়সারের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। রাষ্ট্রপক্ষ কর্তৃক আসামিপক্ষকে মামলার প্রয়োজনীয় নথিপত্র না দিতে পারায় ওই দিন পরবর্তী শুনানির জন্য ৫ ডিসেম্বর ধার্য করেছিলেন ট্রাইব্যুনাল-২।
গত ১৪ নভেম্বর কায়সারের বিরুদ্ধে অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে ২৭ নভেম্বর তার বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠনের বিষয়ে শুনানির জন্য দিন ঠিক করেন ট্রাইব্যুনাল।
এছাড়া ২৭ নভেম্বরের মধ্যে প্রসিকিউশনের পক্ষ থেকে সৈয়দ কায়সারের আইনজীবীদেরকে মামলা সংশ্লিষ্ট সকল নথিপত্র রেজিস্ট্রারের মাধ্যমে হস্তান্তর করারও আদেশ দেয়া হয়েছিল।
গত ১০ নভেম্বর ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে প্রসিকিউটর জেয়াদ আল মালুমের নেতৃত্বে প্রসিকিউশন টিম কায়সারের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন।
ওইদিন প্রসিকিউটর জেয়াদ আল মালুম সাংবাদিকদের জানান, একাত্তরে হবিগঞ্জের কায়সার বাহিনীর প্রধান সৈয়দ কায়সারের বিরুদ্ধে ১৮টি অভিযোগ সুবিন্যস্ত করে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।
তিনি বলেন, গত ২২ সেপ্টেম্বর সৈয়দ কায়সারের বিরুদ্ধে ১৬টি অভিযোগে চূড়ান্ত করে প্রসিকিউশন বরাবর প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা। এ মামলায় ৭০ জন সাক্ষীর সাক্ষ্য নেয়া হয়েছে বলেও জানান তিনি।
গত ৩০ জুলাই কায়সারকে শর্তসাপেক্ষে জামিন দেন ট্রাইব্যুনাল।
এর আগে গত ২২ মে ট্রাইব্যুনাল-২ সৈয়দ মো. কায়সারের জামিন আবেদন খারিজ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে শর্তসাপেক্ষে তাকে জামিন দেন ট্রাইব্যুনাল।
গত ১৫ মে কায়সারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। এরপর ২১ মে বিকেল পৌনে ৪টায় কায়সারকে রাজধানীর অ্যাপোলো হাসপাতাল থেকে গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করে। পরে তাকে কারাগারে পাঠিয়ে দেন ট্রাইব্যুনাল।
(দ্যরিপোর্ট/এসএমএস/লতিফ/জেএম/ডিসেম্বর ১৫, ২০১৩)