দ্য রিপোর্ট প্রতিবেদক : জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান কাজী জাফর আহমদ বলেছেন, ‘দেশে নির্বাচনের নামে তামাশা চলছে। ইতোমধ্যে ১৫১ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন। পৃথিবীর ইতিহাসে এমন নির্বাচনের নজির আছে কি-না আমার জানা নেই। শেখ হাসিনার এই শাসনামলে যে প্রশাসন তাকে ইতিহাস একদিন পাগলের প্রশাসন হিসেবে অভিহিত করবে। ব্রিটেনে এমন নজির রয়েছে।’

গুলশানের বাসভবনে রবিবার দুপুর ১২টার দিকে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন সাবেক এ প্রধানমন্ত্রী।

কাজী জাফর আহমদ বলেন, ‘বিরোধী দলকে জেতানোর জন্য সরকার প্রার্থীতা প্রত্যাহার করে একদিকে করছে তামাশা, অন্যদিকে চলছে ভয়াবহ ঘটনা। প্রতিদিন ৮ থেকে ১০ জন মারা যাচ্ছে। মৃত্যুর মিছিল বেড়েই চলছে। প্রতিরোধের বহ্নিশিখা দিন দিন দীর্ঘ হচ্ছে। রাস্তা কেটে ফেলা হচ্ছে, কালভার্ট, পুল কেটে ফেলা হচ্ছে। ২ মাস ধরে রাজধানী ঢাকা অবরুদ্ধ, সারাদেশ থেকে বিচ্ছিন্ন। সরকার এখন শুধুমাত্র ঢাকার সরকার হয়ে গেছে।’

তিনি বলেন, ‘এই সরকারকে যারা সহযোগিতা করছে তারা কেউই বাংলার মাটিতে এই নির্বাচন করতে পারবে না। রাজনীতির এখন প্রহসন চলছে। আর আন্দোলনও তীব্র থেকে তীব্রতর হচ্ছে।’

কাজী জাফর বলেন, ‘পরিস্থিতি যেভাবে নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে, তাতে রাজনীতি রাজনীতিবিদদের বাইরে চলে যেতে পারে এমন গুঞ্জন চলছে। বর্তমান পরিস্থিতি গুঞ্জনকেই জোরালো করছে। অসাংবিধানিক কিছুও ঘটতে পারে।’

সংবাদ সম্মেলনে কাজী জাফর তফসিল স্থগিত ও নির্বাচন বাতিলের দাবি জানান। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতেই হবে।’

এছাড়া সংবিধানের অভিভাবক হিসেবে রাষ্ট্রপতিকে সবদলের সঙ্গে সংলাপ ডেকে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টির দাবি জানান।

সংবাদ সম্মেলন থেকে কাজী জাফর আহমেদ ২০ ডিসেম্বর বেলা ২টায় জাতীয় পার্টির কাউন্সিল অধিবেশনের ঘোষণা দেন।

এরশাদের সঙ্গে আবারো একত্রিত হওয়ার সম্ভাবনা প্রসঙ্গে কাজী জাফর বলেন, ‘এরশাদের সঙ্গে আবারো একত্রিত হওয়ার সম্ভাবনার চেয়ে না হওয়ার সম্ভাবনাই বেশি।’

এসময় আরো উপস্থিত ছিলেন জাপার প্রেসিডিয়াম সদস্য মোস্তফা জামাল হায়দার, এসএমএম আলম, আনোয়ারা বেগম প্রমুখ।

(দ্য রিপোর্ট/সাআ/জেএম/ডিসেম্বর ১৫, ২০১৩)