যশোর সংবাদদাতা : যশোর সদরের ফুলতলা এলাকা থেকে তিনটি বোমাসহ এক বিএনপিকর্মীকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত ১২টার দিকে কোতোয়ালী থানা পুলিশ ফুলতলা এলাকায় অভিযান চালিয়ে বিএনপিকর্মী জহুরুল ইসলামকে আটক করে। এ সময় পুলিশ তার কাছ থেকে তিনটি বোমা উদ্ধার করে। আটক জহুরুল ডহরপাড়া এলাকার গোলাম আলীর ছেলে।

এদিকে পুলিশ একই রাতে শহরের বেজপাড়া আনসার ক্যাম্পের সামনে থেকে বিল্লাল ও রুবেল নামে দু’জনকে আটক করে। তারা একই এলাকার আব্দুস সালাম ও হাফিজুর রহমানের ছেলে।

যোগাযোগ করা হলে কোতোয়ালী থানার ওসি এমদাদুল হক শেখ জানান, আটক বিএনপিকর্মী জহুরুল নাশকতার জেন্য বোমাগুলো নিয়ে একটি দোকানের সামনে অবস্থান করছিলো। অপর দু’জন ছিনতাইকারী বলে জানান তিনি।

(দ্য রিপোর্ট/জেএম/লতিফ/এসবি/ডিসেম্বর ১৫, ২০১৩)