তিউনিসিয়ার নির্বাচনকালীন প্রধানমন্ত্রী নির্বাচিত
দ্য রিপোর্ট ডেস্ক : তিউনিসিয়ার ক্ষমতাসীন ও বিরোধী দল আলোচনার মাধ্যমে দেশটির শ্রমমন্ত্রী মেহদি জোমাকে দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচন করেছে।
মেহদি জোমা আগামী বছর অনুষ্ঠিতব্য নির্বাচনের আগ পর্যন্ত দেশটির তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।
দেশটির রাজনৈতিক অচলাবস্থা নিরসনে শনিবার ক্ষমতাসীন ইসলামিস্ট এন্নাহদা পার্টি ও বিরোধী দলের মধ্যকার সমঝোতায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
চলতি বছরের শুরুতে বিরোধী দলের দুই নেতার হত্যাকাণ্ডের পর থেকেই তিউনিসিয়াতে সংকট শুরু হয়েছে।
দেশটির বামপন্থী রাজনীতিবিদ চোকরি বেলাইড চলতি বছরের ফেব্রুয়ারি মাসে নিহত হন। বিরোধী দলের রাজনৈতিক নেতা মোহাম্মদ ব্রাহমি নিহত হন জুলাই মাসে। এর পর থেকেই দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভ তীব্র আকার ধারণ করেছে।
ক্ষমতাসীন দল এসব হত্যাকাণ্ডের সমালোচনা করলেও বিরোধী দল এজন্য সরকারের মৌলবাদী ইসলামপন্থীদের নিয়ন্ত্রণে ব্যর্থতাকে দায়ী করে।
এদিকে, রাজনৈতিক অস্থিরতার কারণে দেশটির গণতান্ত্রিক ব্যবস্থাও হুমকির মুখে পড়েছে। ২০১১ সালে আবর বসন্তের মাধ্যমে দেশটিতে গণতন্ত্রের যাত্রা শুরু হয়।
তিউনিসিয়ার স্বৈরশাসক বেন আলীর বিরুদ্ধে শুরু হওয়া সরকার পতনের আন্দোলনই ছড়িয়ে পড়ে সমগ্র আরব বিশ্বে। এজন্য তিউনিসিয়াকে বলা হয় আরব বসন্তের সূতিকাগার। সূত্র: বিবিসি।
(দ্য রিপোর্ট/কেএন/লতিফ/জেএম/ডিসেম্বর ১৫, ২০১৩)