দ্য রিপোর্ট প্রতিবেদক : একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক জামায়াতের সিনিয়র নায়েবে আমীর একেএম ইউসুফের আইনজীবী সৈয়দ মিজানুর রহমানকে আবারো নিয়োগ দিতে ট্রাইব্যুনালে আবেদন করেছেন আসামিপক্ষ।

একই সঙ্গে একেএম ইউসুফের বিরুদ্ধে প্রসিকিউশনের ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭ এবং ১৮তম সাক্ষীর জেরা করার অনুমতি চেয়েও আবেদন করা হয়েছে।

আদালতে ইউসুফের পক্ষে এসব আবেদন করেন সুপ্রিম কোর্টের সহ সম্পাদক অ্যাডভোকেট সাইফুর রহমান।

রবিবার চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে গঠিত তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এসব আবেদন করা হয়।

এর আগে ১১ ডিসেম্বর বুধবার ইউসুফের আইনজীবী সৈয়দ মিজানুর রহমানকে নিষিদ্ধ করে আদেশ দেন ট্রাইব্যুনাল। হরতাল-অবরোধের কারণে এই আইনজীবী বেশ কয়েকদিন ট্রাইব্যুনালে না আসায় আদালতের বিচারিক কাজে অংশ নেওয়া থেকে তাকে বিরত থাকতেও বলা হয়।

ভবিষ্যতে ট্রাইব্যুনালের কোন বিচারিক কাজে অংশ নেওয়া থেকে বিরত থাকতেও বলা হয়েছে বলে জানিয়েছেন প্রসিকিউটর জাহিদ ইমাম।

অপরদিকে সিনিয়র আইনজীবী না আসায় ইউসুফের বিরুদ্ধে ১২ থেকে ১৮তম সাক্ষীর জেরা বাতিল করে দিয়েছেন ট্রাইব্যুনাল।

(দ্য রিপোর্ট/এসএমএ/এসবি/ডিসেম্বর ১৫, ২০১৩)