গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট
দ্য রিপোর্ট প্রতিবেদক : জাতীয় সংসদ নির্বাচনে নির্দলীয় প্রার্থীদের প্রার্থিতা নিয়ে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ (আরপিও আইনের) এর একটি ধারার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
রবিবার সুপ্রিমকোর্টের আইনজীবী ড. ইউনুস আলী আকন্দ জনস্বার্থে রিটটি দায়ের করেন। রিটে প্রধান নির্বাচন কমিশনার ও আইন সচিবকে বিবাদী করা হয়েছে।
রিটে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ১২ (৩ক )ক ধারা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারির আবেদন করা হয়েছে। একইসঙ্গে নির্বাচনে ওই ধারার কার্যকরিতাও স্থগিত চাওয়া হয়েছে।
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ১২ (৩ক ) ক ধারায় বলা হয়েছে, নিবন্ধিত রাজনৈতিক দলের বাইরে যদি কোনো ব্যক্তি স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেয়, সেক্ষেত্রে ওই প্রার্থীর নির্বাচনী এলাকায় মোট ভোটারের এক শতাংশ ভোটারের নাম, স্থায়ী ঠিকানা এবং স্বাক্ষরসহ তালিকা জমা দিতে হবে। রিটার্নিং কর্মকর্তা কমপক্ষে তালিকাভুক্ত ১০ জন ভোটারের কাছে প্রার্থীকে সমর্থনের সত্যতা যাচাই করবেন।
(দ্য রিপোর্ট/এসএমএস/এইচএসএম/ডিসেম্বর ১৫, ২০১৩)