দ্য রিপোর্ট ডেস্ক : ইয়েমেনের রাজধানী সানায় অপহরণকারীদের ছুরির আঘাতে জাপানের এক কূটনীতিক আহত হয়েছেন। রবিবার তার বাড়ির সামনে থেকে তাকে অপহরণ করার চেষ্টা করলে তিনি বাধা দেন। এসময় অপহরণকারীরা তাকে ছুরিকাঘাত করে বলে নিরাপত্তা সূত্রে জানা গেছে।

তবে তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি।

ইয়েমেনে প্রায়ই বিদেশি নাগরিকদের অপহরণের ঘটনা ঘটে। ইসলামপন্থী আল কায়েদা গোষ্ঠী কিংবা সরকারের ওপর চাপ সৃষ্টি করার উদ্দেশে আদিবাসীরা এসব অপহরণের ঘটনা ঘটায়। সূত্র: রয়টার্স।

(দ্য রিপোর্ট/কেএন/নূরু/জেএম/ডিসেম্বর ১৫, ২০১৩)