১৫ ডিসেম্বরের টপটেন গেইনার তালিকা
দ্য রিপোর্ট প্রতিবেদক : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)১৫ ডিসেম্বর, রবিবার ৯.৯৮ শতাংশ দর বেড়েছে রহিমা ফুডের। এরই ধারাবাহিকতায় কোম্পানিটি এদিন দর বাড়ার শীর্ষ-১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তালিকার অন্য কোম্পানিগুলোর মধ্যে যথাক্রমে আনোয়ার গ্যালভানাইজিংয়ের শেয়ার দর বেড়েছে ৯.৮৬ শতাংশ বা ২.৯ টাকা, বিচ হ্যাচারীর দর বেড়েছে ৯.৮৩ শতাংশ বা ২.৯ টাকা, ফাইন ফুডসের দর বেড়েছে ৯.৫৮ শতাংশ বা ২.৩ টাকা, কাশেম ড্রাইসেলের ৯.৪৯ শতাংশ বা ৩.৬ টাকা, লিগ্যাসী ফুটওয়্যারের ৯.৪৫ শতাংশ বা ৪ টাকা, ডেল্টা স্পিনার্সের ৯.৩৮ শতাংশ বা ৩.৮ টাকা, পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ৯.৩২ শতাংশ বা ২.৫ টাকা, জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিক্যাল ডিভাইসেসের ৮.৬৫ শতাংশ ১৭.৭ টাকা এবং প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর বেড়েছে ৭.৭২ শতাংশ বা ১.৯ টাকা।
(দ্য রিপোর্ট/নূরু/এইচকে/ডিসেম্বর ১৫, ২০১৩)