টেস্টে অন্য ভারতের ঈঙ্গিত
দ্য রিপোর্ট ডেস্ক : টেস্টে অন্য ভারতকে দেখা যাবে; ঠিক এমন প্রতিশ্রুতি মহেন্দ্র সিং ধোনির৷ ওয়ানডে সিরিজে ০-২ হারকে অতীত অ্যাখ্যায়িত করে ভারত অধিনায়ক বলেছেন, ‘সফরে এসেই আমি বলেছিলাম, টেস্টের আগে ওয়ানডে খেলা টিমকে সাহায্য করবে৷ প্রস্তুতির জন্য এটা খুব গুরুত্বপূর্ণ৷ ওয়ানডে সিরিজ থেকে ইতিবাচক প্রাপ্তি এটাই৷’
ওয়ানডে সিরিজের দায় পুরোটাই টপ-মিডল অর্ডারের। এই কথা আগেই বলেছেন ধোনি। স্বাগতিকদের জয়ের প্রধান কারণ হিসেবে তাদের ভালো মানের অলরাউন্ডারের কথাই উল্লেখ করেছেন। বলেছেন, ‘জ্যাক ক্যালিসের কথাই ধরুন৷ বিশ্বমানের অলরাউন্ডার৷ ব্যাটিংয়ের পাশাপাশি দুর্দান্ত বোলারও৷ কাজেই ৫ জন বিশেষজ্ঞ বোলার নিয়ে খেলার সুবিধে পাচ্ছে ওরা।’
টেস্টের আগে একটি প্রস্তুতি ম্যাচও খেলার সুযোগ রাখা হয়েছিল। ১৪-১৫; ২ দিন ম্যাচটি হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টিতে তা ধুয়ে মুছে গেছে। ফলে টেস্টের জন্য ১০ দিন আগে উড়ে আসা মুরালি বিজয়, পূজারা ও সর্বশেষ জহির খানকে পরখ করে নেয়ার সুযোগ পাননি। ধোনি মনে করেছেন; প্রস্তুতি ম্যাচটি খুব প্রয়োজন ছিল।
কোন সন্দেহ নেই টেস্টেও ভারতকে উড়িয়ে দেওয়ার জন্য তৈরি দক্ষিণ আফ্রিকা৷ অধিনায়ক ডি ভিলিয়ার্স বলেছেন, ‘আমরা শুরুতেই ভারতকে ধাক্কা দিতে চেয়েছিলাম৷ সেই কাজটা ঠিকঠাক করা গিয়েছে৷ ওদের দু-একজন ব্যাটসম্যানের চোখে ভয় দেখতে পেয়েছি। যা টেস্টেও আমাদের এগিয়ে রাখবে।
আগামী ১৮ ডিসেম্বর শুরু হচ্ছে প্রথম টেস্ট সেঞ্চুরিয়ানে। পরের টেস্ট ২৬-৩০ ডিসেম্বর ডারবানে। ভারতের অন্যতম ব্যাটসম্যান বিরাট কোহলি বলেছেন, ‘ওয়ানডে-টেস্ট ম্যাচ আলাদা। ফলে এখানে নতুন ভারতকেই দেখা যাবে।’ আর ফুরফুরে মেজাজে থাকা দক্ষিণ আফ্রিকা ভারতকে নিয়ে আলাদাভাবে কিছু ভাবছে না। তাদের টার্গেট ৪ ব্যাটসম্যান। এর মধ্যে পূজারা, শেখর, কোহলি ও ধোনি। বাকিদের খুব একটা গোনায় ধরছে না। টেস্টে ব্যাটিংয়ে ইনফর্ম রবিচন্দ্র অশ্বিনকেও থোরাই কেয়ার করছে তারা।
আগে ২০১০-১১ সালে মূলত এক শচিনে ভর করেই দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজ ১-১ ড্র করেছিল ভারত৷ ওই সফরে দুর্দান্ত শচীন ২টি সেঞ্চুরিও করেছেন৷ দক্ষিণ আফ্রিকায় গত ৫টা সফরেই শচিনকে পেয়েছে ভারত৷ এই প্রথম তাকে পাচ্ছে না।
(দ্য রিপোর্ট/এএস/নূরু/সিজি/ডিসেম্বর ১৫, ২০১৩)