ভারতীয় কূটনীতিককে আটক অপমানজনক : খুরশিদ
দ্য রিপোর্ট ডেস্ক : যুক্তরাষ্ট্রে ভারতের ডেপুটি কন্সাল জেনারেলকে পাবলিক প্লেস থেকে আটকের ঘটনা ‘অপমানজনক’ বলে উল্লেখ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ। খবর টাইমস অব ইন্ডিয়ার।
এ ঘটনার পরপরই যুক্তরাষ্ট্রের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ভারত। দেশটি যুক্তরাষ্ট্রের পদক্ষেপের অপেক্ষা করছে বলেও জানিয়েছেন খুরশিদ।
শনিবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা এ ঘটনাকে অপমান হিসেবে বিবেচনা করছি। যুক্তরাষ্ট্রকে এ ব্যাপারে আমাদের অবস্থান জানানো হয়েছে। আমরা তাদের উত্তরের অপেক্ষায় আছি।’
গত ১২ ডিসেম্বর কূটনীতিক দেবযানী খোবরাগাড়েকে (৩৯) নিউ ইয়র্কের রাস্তা থেকে আটক করে জেলে নেওয়া হয়। এ সময় তিনি তার মেয়েকে স্কুলে দিতে যাচ্ছিলেন।
ভুয়া ভিসা রাখার অভিযোগে ওই নারী কূটনীতিককে আটক করা হয়। আদালত আড়াই লাখ ডলারের বন্ডের বিনিময়ে তাকে মুক্তি দেয়।
এ সময় দিল্লিতে রাজ্য সরকার গঠনে আম আদমি পার্টির (এএপি) সঙ্গে কোয়ালিশনের ব্যাপারে জিজ্ঞাসা করা হলে খুরশিদ বলেন, ‘তাদের (এএপি) পরিস্থিতি হলো একজন বরের মতো, যার বিয়ের আয়োজন সম্পন্ন কিন্তু সে দায়িত্ব নিতে অস্বীকার করছে।’
দিল্লির সরকার গঠনে কংগ্রেস এএপিকে ইতোমধ্যেই সমর্থন জানিয়েছে কিন্তু তারা দায়িত্ব নিতে চাচ্ছে না বলে জানান তিনি।
(দ্য রিপোর্ট/এসকে/নূরু/এমডি/ডিসেম্বর ১৫, ২০১৩)