দ্য রিপোর্ট প্রতিবেদক : বর্তমান সহিংস রাজনৈতিক প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বভাবিক রাখতে করণীয় নিয়ে বৈঠক করেছে সরকার। রবিবার সন্ধ্যায় সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত্র মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলোর পরিপ্রেক্ষিতে বিভিন্ন মন্ত্রণালয়কে বেশকিছু দায়িত্ব দেওয়া হয়েছে। সচিবালয়ে বৈঠক শেষে সন্ধ্যায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য দেন।

এর আগে ভূমি, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আমির হোসেন আমুর সভাপতিত্বে আইনশৃঙ্খলা সংক্রান্ত্র মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।

বেলা তিনটা থেকে শুরু হওয়া বৈঠক সাড়ে পাঁচটায় শেষ হয়।

বৈঠকের পর তথ্যমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো সক্রিয় রাখার জন্য বৈঠক করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, সুষ্ঠু ও সক্রিয় রাখতে কতিপয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভিন্ন মন্ত্রণালয় এই সিদ্ধান্ত বাস্তবায়ন করবে। এই বৈঠককে নিয়মিত বৈঠক বলে উল্লেখ করেন মন্ত্রী।

আইনশৃঙ্খলা-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে যোগ দিয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ।

এ ছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন শিল্প এবং গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী তোফায়েল আহমেদ, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, প্রবাসী কল্যাণমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাশেদ খান মেনন, রেলমন্ত্রী মুজিবুল হক, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক এবং আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামসহ ১১ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী।(দ্য রিপোর্ট/কেজেএন/এপি/ এমডি/ডিসেম্বর ১৫, ২০১৩)