অগ্নিদগ্ধদের রেল ও ধর্মমন্ত্রীর অনুদান
দ্য রিপোর্ট প্রতিবেদক : কয়েক সপ্তাহের হরতাল ও অবরোধের সহিংসতায় অগ্নিদগ্ধদের দেখতে রবিবার বিকেল ৫টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে যান রেল ও ধর্মমন্ত্রী মুজিবুল হক। এ সময় তিনি তাদেরকে ইসলামিক ফাউন্ডশনের পক্ষ থেকে ২ লাখ টাকা অনুদান দেন।
হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার সময় উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর হাতে গড়া ইসলামিক ফাউন্ডেশন আর্ত-মানবতার সেবায় সারা জীবন অবদান রেখে যাচ্ছে। বোমার আঘাতে যারা আজ মৃত্যু শয্যায় ও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তাদেরকে সহযোগিতা করার জন্য এই ফাউন্ডডেশন এগিয়ে এসেছে।’
এ সময় তিনি আরো বলেন- ‘যারা এসব নাশকতা ঘটিয়েছে তারা জামায়াত-শিবির ও স্বাধীনতাবিরোধী। বাঙ্গালীর নেতা ছিলেন শেখ মুজিবুর রহমান। উনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। যারা এই স্বাধীনতা চায়নি তারা আজকেও জামায়াত-শিবির। বিএনপির আশ্রয়-প্রশয়ে থাকা এ দল যুদ্ধের মতো একই কায়দায় মানুষ হত্যা করে যাচ্ছে।’
রেল ও ধর্মমন্ত্রী মুজিবুল হক এর আগে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আহত অগ্নিদগ্ধদের চিকিৎসার জন্য ২ লাখ টাকা অনুদান দেন।
(দ্য রিপোর্ট/এসআর/এমএইচও/এমডি/ডিসেম্বর ১৫, ২০১৩)