খালেদা জিয়ার সঙ্গে ব্যারিস্টার রাজ্জাকের সাক্ষাৎ
দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন ব্যারিস্টার আবদুর রাজ্জাক।
বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে রবিবার রাত সাড়ে ৮টার পর তিনি বিরোধীদলীয় নেত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। খালেদা জিয়া তার বাসভবন থেকে কার্যালয়ে যান রাত সাড়ে ৮টায়। এর আগেই জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আবদুর রাজ্জাক ওই কার্যালয়ে প্রবেশ করেন।
এ সময় তারা দেশের চলমান রাজনৈতিক সংকট, সরকারের একতরফা নির্বাচন, জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসি পরবর্তী উদ্ভূত পরিস্থিতি, নেতাকর্মীদের হতাহতসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গণি, চেয়ারপারসনের উপদেষ্টা বাংলাদেশ বার কাউন্সিলের সহ-সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, অ্যাডভোকেট আহমেদ আজম খান, সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক ব্যারিস্টার খন্দকার মাহবুব হোসেন, বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী প্রমুখ।
(দ্য রিপোর্ট/টিএস-এমএইচ/এমএইচও/এমডি/ডিসেম্বর ১৫, ২০১৩)