পটুয়াখালী সংবাদদাতা : সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আলতাফ হোসেন চৌধুরীর গাড়িবহরে আওয়ামী লীগ নেতাকর্মীরা হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

পটুয়াখালীর শিয়ালীতে শুক্রবার সকাল ১০টায় এ হামলার ঘটনা ঘটে। এতে কৃষক দলের জেলা সভাপতি আবদুর রব হাওলাদার, পৌর যুবদল নেতা দেলোয়ার হোসেনসহ কমপক্ষে ২০ নেতাকর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে জেলা কৃষক দলের সভাপতি আবদুর রব হওলাদার ও যুবদল নেতা দেলায়ার হোসেনকে আশঙ্কজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

জেলা বিএনপি আয়োজিত শহরের শেরেবাংলা সড়কের বটতলায় সকাল সাড়ে ১০টায় পূর্বনির্ধারিত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপি সভাপতি ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী। সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ রব মিয়াসহ ১৮দলীয় জোটের শীর্ষ নেতারা বক্তব্য দেন।

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন অভিযোগ করে বলেন, ‘বদরপুরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ শেষে আলতাফ হোসেন চৌধুরী পটুয়াখালী ফেরার পথে আওয়ামী লীগ নেতাকর্মীরা গাড়িবহরে হামলা করে। এতে কৃষক দলের সভাপতিসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।’

(দিরিপোর্ট২৪/এএস/জেএম/অক্টোবর ২৫, ২০১৩)