ইউক্রেন-ইইউ বাণিজ্য চুক্তি স্থগিত
দ্য রিপোর্ট ডেস্ক : ইউক্রেনের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাণিজ্য চুক্তি হচ্ছে না। তবে এ বিষয়ে আলোচনা চলতে পারে বলে জানিয়েছে উভয় পক্ষ। খবর আলজাজিরা ও বিবিসি।
ইউক্রেন চুক্তির ব্যাপারে যথেষ্ট আন্তরিক ও স্বচ্ছ নয় বলে অভিযোগ করেছে ইউরোপীয় ইউনিয়ন। প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ চুক্তিতে স্বাক্ষরের ব্যাপারে পরিষ্কার কোনো অঙ্গীকার দেয়নি বলেও সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে।
ইউক্রেনের কিয়েভে ইউক্রেন-ইইউ বৈঠকের পর রবিবার ইইউ’র পক্ষ থেকে জানানো হয়, চুক্তির ক্ষেত্রে কিয়েভ সরকার যথেষ্ট সততার পরিচয় দেয়নি।
ইউক্রেন সরকারের এ আচরণের পেছনে রাশিয়ার চাপ রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
প্রসঙ্গত, ইইউ’র সঙ্গে চুক্তি না করে রাশিয়ার সঙ্গে বাণিজ্য চুক্তি করায় দেশটিতে সরকারের পদত্যাগ দাবিতে আন্দোলন চলছে।
এদিকে আজও (রবিবার) রাজধানী কিয়েভের সরকারি ভবনের সামনে হাজার হাজার বিক্ষোভকারী সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে। বিক্ষোভরতদের কাছেই অবস্থান নিয়েছে সরকার সমর্থকরা।
(দ্য রিপোর্ট/এসকে/এমডি/ডিসেম্বর ১৫, ২০১৩)