পূর্ব লন্ডনে অ্যালকোহল বিক্রি বন্ধের দাবি
দ্য রিপোর্ট ডেস্ক : পূর্ব লন্ডনের ব্রিক লেনের দোকানে অ্যালকোহল বিক্রি বন্ধের দাবি জানিয়েছে ওই অঞ্চলে বসবাসরত মুসলমানরা। খবর ডেইলি মেইলের।
‘প্রাণঘাতি’ অ্যালকোহল বিক্রি বন্ধের দাবিতে শুক্রবার প্রায় ৬০ জন মুসলিম নারী-পুরুষ সমবেত হয়ে প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানায়। এ সময় তারা মুসলমানদের পরিচালিত দোকানগুলোতে অ্যালকোহল বিক্রি বন্ধের আহ্বান জানায়।
বিক্ষোভ প্রদর্শনকারী দলের প্রধান আঞ্জাম চৌধুরী বলেন, ‘ইসলামী শরিয়া আইন অনুযায়ী অ্যালকোহল বিক্রি ও পান নিষিদ্ধ। ব্রিক লেনের রেস্টুরেন্ট ও দোকানের মুসলমান মালিকদের সতর্ক করা হচ্ছে, তারা যদি বিক্রি অব্যাহত রাখে তাহলে ৪০টি বেত্রাঘাতের শাস্তির মুখোমুখি হতে হবে।’
এদিকে মুসলমানদের এ দাবির বিপক্ষে অবস্থান নিয়েছে ইংলিশ ডিফেন্স লিগ। দলটির কয়েকজন কর্মী অ্যালকোহল নিষিদ্ধের বিরুদ্ধে মানববন্ধন করে।
প্রসঙ্গত, প্রতি বছর ২৫ ডিসেম্বর ক্রিসমাস ডে’কে কেন্দ্র করে ব্রিক লেনে প্রচুর পরিমাণ অ্যালকোহল বিক্রি হয়।
(দ্য রিপোর্ট/এসকে/এমডি/ডিসেম্বর ১৫, ২০১৩)